বিনোদন অঙ্গনে প্রেম ও বিচ্ছেদ যেন নিত্যদিনের সঙ্গী। তবে একই দিনে দুই জনপ্রিয় অভিনেত্রীর বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা ভক্তদের বেশ অবাক করেছে। কথা হচ্ছে সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্রকে ঘিরে—দুজনেই আলাদা প্ল্যাটফর্মে বিচ্ছেদের কথা জানিয়ে দিয়েছেন, আর সেই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড়।
জন্মদিনের সকালে আবেগঘন এক পোস্টে সুস্মিতার স্বামী সব্যসাচী লেখেন, “এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।” ছবিসহ দেওয়া পোস্টটি পরে শেয়ার করেন সুস্মিতাও। তিনি অনুরাগীদের অনুরোধ করেন—এই কঠিন সময়ে যেন পাশে থাকেন।
এর আগে একবার আলাদা হলেও ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। তবে এবার দুজনেই নিশ্চিত করেছেন, তাদের সম্পর্ক চূড়ান্তভাবে শেষ হচ্ছে।
অন্যদিকে, একই দিনে ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী দীপ্সিতা মিত্র। ‘আলো ছায়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের সূত্রপা। পরে ২০২২ সালের ২ ফেব্রুয়ারিতে বিয়ে করেন । তবে তিন বছরের মধ্যেই ভেঙে গেল সেই সংসার।
দুজনের কেউই আলাদা হওয়ার পেছনের কারণ প্রকাশ করেননি। বরং দুজনেই সম্পর্কের প্রতি সম্মান রেখে এটিকে ‘পারস্পরিক সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
ভক্তদের মধ্যে এই খবর ঘিরে চলছে হতাশা ও প্রশ্নবাণ। কেউ লিখেছেন, “ভাঙা সম্পর্ক কি আর জোড়া লাগে না?”—তবে এর উত্তর অনিশ্চিতই থেকে যাচ্ছে।
চা বিক্রি করছেন অপ্সরার মতো এক তরুণী, ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তেই ভাইরাল
যদিও বিচ্ছেদ ব্যক্তি জীবনের বিষয়, তবুও জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সর্বদা জনতার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। আর তাই এই দুই বিচ্ছেদের খবরে টালিউডে ছড়িয়ে পড়েছে এক বিষণ্ণতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।