Advertisement
স্পোর্টস ডেস্ক: টিউমারের সফল অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছে ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে। চিকিৎসকরা বলছেন, দ্রুতই সুস্থ হয়ে উঠছেন সেলেসাওদের ফুটবল মহানায়ক।
গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন পেলে। গত শনিবার পেলের কোলনে টিউমার ধরা পড়ে পেলের। সেটি অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে। এরপর পেলেকে রাখা হয়েছে আইসিইউতে।
হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর পেলের জ্ঞান ফিরেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সুস্থ হয়ে উঠার খবর নিশ্চিত করেছেন পেলে নিজেও।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে মজার ছলে লিখেন, বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.