জুমবাংলা ডেস্ক: টিউশনির টাকা দিয়ে একটি শাড়ী কিনে তাতে পদ্মা সেতুর নকশা এঁকে প্রধানমন্ত্রীকে ঈদ উপহার দিতে চান নেত্রকোণার এক কলেজছাত্রী। নেত্রকোণা সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইসরাত কলি একমাস ধরে তার তিন শিক্ষার্থীকে নিয়ে তৈরি করেছেন শাড়ীটির নকশা। ঈদের আগেই শাড়িটি তারা পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে।
নেত্রকোণা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের আলেক মিয়ার মেয়ে ইসরাত কলি। রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস শেষ করে জেলা শহরে থেকেই পড়াশোনা করছেন মার্স্টাসে। পাশাপাশি টিউশনি করে যোগান দেন নিজের খরচ।
দেশ জুড়ে পদ্মা সেতুর আলোচনা শুনে মুগ্ধ হন ওই শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ পদ্মা সেতুর সফল বাস্তবায়ন দেখে স্থির করেন তাকে একটি উপহার দেয়ার। নিজের টিউশনির টাকা জমিয়ে কেনেন একটি শাড়ি। তাতে একমাস ধরে কাজ করেন কলির তিন শিক্ষার্থীকে নিয়ে।
শিক্ষার্থীদের এমন আবেগ মাখানো ভালোবাসা ঈদুল আযহার আগেই তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। তাদের দাবি, প্রধানমন্ত্রী দেশবাসীকে উপহার দিলেও তিনি নিজেই কিছুই পাননি। তাই তাকে এই শাড়ি উপহার দিতে চান তারা।
‘আমি দুর্নীতি করব কীসের জন্য, কার জন্য’; প্রশ্ন প্রধানমন্ত্রীর
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.