বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টিকওয়াচ প্রো ৩ মডেলের নতুন একটি সংস্করণ উন্মোচন করেছে মবভোই। নতুন সংস্করণটি টিকওয়াচ প্রো ৩ স্পোর্টস নামে পরিচিত। ২০২০ সালে বাজারে আনা ব্যাসিক ভার্সনের মতো এর ডিজাইন করা হয়েছে। তবে স্মার্টওয়াচের সফটওয়্যারে বেশ পরিবর্তন আনা হয়েছে। খবর গিজমোচায়না।
টিকওয়াচ প্রো ৩ স্পোর্টস স্মার্টওয়াচের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এর স্পোর্টস মোড। ব্যাসিক এডিশনের ১০ থেকে নতুন ভার্সনে ১০০টি মোড যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ স্মার্টওয়াচটিতে আউটডোর রান, সাইক্লিং, রোপ স্কিপিং, সুইমিং, ইনডোর ওয়াকিং, রোয়িং, ফ্রিস্টাইল, মাউন্টেন ক্লাইম্বিং, ইনডোর রান, জিমন্যাস্টিকস, ইনডোর সাইক্লিং ও ইয়োগা মোড রয়েছে।
এগুলো ছাড়াও টিকওয়াচ প্রো ৩ স্পোর্টস ভার্সনে স্কিং, ফুটবল, টেবিল টেনিস, রাগবিসহ একাধিক খেলার মোডও রয়েছে। স্মার্টওয়াচটিতে এক্সারসাইজ সময়, ক্যালরি বার্ন, হার্ট রেট ও এক্সারসাইজসংক্রান্ত তথ্যও দেখা যাবে।
স্মার্টওয়াচটিতে বিভিন্ন খেলাধুলায় পেশাদার ট্রেনিং সাজেশনের জন্য টিকমোশন ইন্টেলিজেন্ট অ্যালগরিদম রয়েছে। প্রয়োজন অনুযায়ী এটি বাড়ানো ও কমানো যায়। প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি টিকমোশনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানোসহ সব ধরনের চলাচল শনাক্ত করতে সক্ষম।
ডিজাইনের দিক থেকে টিকওয়াচ প্রো ৩ স্পোর্টস ভার্সনে ১ দশমিক ৩৯ ইঞ্চির অ্যামোলেড রেটিনা লেভেল ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ৪৫৪–৪৫১ পিক্সেল। এর গঠনে ৩১৬এল স্টেইনলেস স্টিল ফ্রেম দেয়া হয়েছে। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪১০০ চিপ এবং অপারেটিং সিস্টেম হিসেবে গুগলের ওয়্যার ওএস ব্যবহার করা হয়েছে। ৩১৬ ডলার বা ১ হাজার ৯৯৯ ইউয়ানে এটি কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।