বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনা ভিডিও শেয়ারিং সাইট ‘টিকটকে’র প্রতিদ্বন্দ্বী একটি প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক। আগামী সপ্তাহেই ‘ইনস্টাগ্রাম রিলস’ নামের একটি ভিডিও শেয়ারিং সাইট চালু করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়াই যেনো কাল হচ্ছে টিকটকের জন্য। উদ্ভাবনী ধারণার এই উদ্যোগটি মার খেয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে। কিছুদিন আগে টিকটকের সবচেয়ে বড় বাজার ভারতে অ্যাপটি নিষিদ্ধ হয়েছে। চীনের সাথে ভারতের রাজনৈতিক দ্বন্দ্বই এর মূল কারণ। আমেরিকাতেও অ্যাপটি কোণঠাসা অবস্থায় পড়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠান টিকটকের বিকল্প আনার চেষ্টা করছে। এই চেষ্টায় যোগ দিলো ফেসবুকও।
কিছুদিন আগে টিকটকের ধারণার সাথে মিল রেখে রিল নামের নতুন একটি ফিচার যোগ হয় ইন্সটাগ্রামে। ফেসবুকের এই প্রতিষ্ঠানের পর সরাসরি ফেসবুকেই একই ধারণার নতুন ফিচার যোগ করতে যাচ্ছে মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি।
আপাতত ফেসবুকের ফিচারটির নাম রাখা হয়েছে- শর্ট ভিডিওস, এবং এটি কেবল ভারতের বাজারের পরীক্ষামূলক অবস্থায় আছে। ভারতের নির্দিষ্ট সংখ্যক ফেসবুক ব্যবহারকারি তাদের নিউজ ফিডে শর্ট ভিডিওর অপশনটি পাচ্ছেন।
শর্ট ভিডিওস-এর অধীনে ক্রিয়েট বলে আরো একটি অপশনের মাধ্যমে ব্যবহারকারিরা নতুন ভিডিও যোগ করতে পারবেন। এর মাধ্যমেই মূলত ভারতের বাজারে টিকটক বন্ধ হওয়ার সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করছে ফেসবুক।
এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র প্রযুক্তি সংবাদ বিষয়ক একটি প্রতিষ্ঠানকে বলেন, “আমরা সব সময়ই সৃষ্টিশীল নতুন ফিচার যোগ করতে আগ্রহী। আমরা চাই আমাদের ব্যবহারকারিরা নিজেদের প্রকাশ করার সব রকম সুবিধাই উপভোগ করুক। আমরা জানি ছোট দৈর্ঘ্যের ভিডিও কেমন জনপ্রিয়। আমরা তাই নতুন ফিচারটি পরীক্ষা করছি যাতে লোকজন ফেসবুকে নতুন ভিডিও তৈরি ও শেয়ার করতে পারে।”
অন্য একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, টিকটক বন্ধ হওয়ার পর ভারতের বাজারে শর্ট ভিডিওস ফিচারটি উন্মুক্ত করার পর ছোট দৈর্ঘ্যের ভিডিও পরিমাণ ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যে চিন্তা করে ফেসবুক ফিচারটি বাজারে এনেছে, তা সফলভাবেই সফলতার মুখ দেখছে।
ভারতের বাজারে পরীক্ষা-নিরীক্ষা সফল হলে, ফেসবুক এই ফিচারটি বিশ্বের অন্যান্য বাজারেও উন্মুক্ত করে দিবে। তবে ভারতে কতোদিন ধরে এই নিরীক্ষা চলবে এবং কবে নাগাদ এটি বিশ্বের অন্যান্য বাজারের জন্য উন্মুক্ত হবে, তা এখনো অনিশ্চিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।