টিকটকে পুরনো কৌতুকে পুতিন-বাইডেনকে টানলেন বের্লুসকোনি

আন্তর্জাতিক ডেস্ক : অফিসিয়াল টিকটক চ্যানেল চালু করেছেন প্রবীণ ইতালীয় রাজনীতিবিদ সিলভিও বের্লুসকোনি। আসন্ন নির্বাচনে সিনেটর পদে লড়বেন ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী । তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে তিনি টিকটকের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন।

US President-elect Joe Biden delivers remarks on the Electoral college certification at the Queen Theatre in Wilmington, Delaware on December 14, 2020. (Photo by ROBERTO SCHMIDT / AFP)

ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বের্লুসকোনি প্রথম টিকটক ভিডিওতে একটি স্বাগত বক্তব্য রাখেন। খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখ লাখ বার দেখা হয়।

পরের ভিডিওতে মেজাজ হালকা করার জন্যই একটি পুরনো কৌতুক শেয়ার করেন।

কৌতুকে বের্লুসকোনি বলেন, একটি বিমানে কয়েকজন বিশ্ব বরেণ্য ব্যক্তি যাচ্ছিলেন। যাদের মধ্যে তিনি নিজেও ছিলেন। হঠাৎ বিমানটিতে সমস্যা দেখা দেয়। জানান হয় সেটি বিধ্বস্ত হতে চলেছে। তবে মোট আরোহীর তুলনায় বিমানে একটি প্যারাসুট কম ছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্যারাস্যুট হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে নিজেদের যথাক্রমে পশ্চিম ও প্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলে দাবি করেন।

এবার আসে বের্লুসকোনির পালা। তিনিও নিজেকে ‘ইউরোপের সবচেয়ে চৌকস রাজনীতিবিদ’ দাবি করে আরেকটি প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়ে।

বিমানে থেকে যায় পোপ ফ্রান্সিস ও তার তরুণ সঙ্গী। ক্যাথলিক চার্চের নেতা বিমানেই থাকার প্রস্তাব দেন। তিনি বলেন, তিনি একজন বৃদ্ধ মানুষ। তিনি জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছেন। তিনি মারা যেতে ভয় পান না। তবে তার তরুণ সঙ্গী বলেছিলেন, তাদের দুজনেরই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ ‘ইউরোপের সবচেয়ে চৌকস রাজনীতিবিদ’ ভুল করে তার ব্যাগ নিয়েই লাফ দিয়েছেন।

এরপরই কৌতুকের পাঞ্চলাইন বলেন বের্লুসকোনি। আসন্ন নির্বাচনে ভোটারদের উদ্দেশে ‘ইতালির ওপর প্যারাসুট বাঁধার’ আহ্বান জানান তিনি।

ফলোয়ার বাড়াতে বউয়ের গোসলের ভিডিও ফেসবুকে দিলেন স্বামী