বিনোদন ডেস্ক : সময় এখন টিকটকের। কয়েক সেকেন্ডের ভিডিও ধারণ করেই অনেকে বনে যাচ্ছেন তারকা। সেখানে শিল্পা শেঠির টিকটক মানে বাড়তি পাওনা। ভাইরাল হতে সময় লাগে না।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, এক টিকটক ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রাম ১০ লাখ ফলোয়ার পেয়েছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা।
সেই ঘটনার কথা নিজের ইনস্টাগ্রাম থেকে সোমবার জানিয়েছেন শিল্পা। সঙ্গে দিয়েছেন সেই ভিডিও।
সেখানে শিল্পাকে দেখা যাচ্ছে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সালমান খান ও ভাগ্যশ্রীর বিখ্যাত ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র ‘দিল দিওয়ানা দিল সাজনাকে’ গানের সুরে অভিনয় করছেন। সঙ্গে স্বামীকে ধরাচ্ছেন আবদারের তালিকা। তা শুনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন রাজ কুন্দ্রা।
এই টিকটক ভিডিও আপলোড করার পরই ১০ লাখ নতুন ফলোয়ার পেয়েছেন শিল্পা।
‘দিল দিওয়ানা দিল সাজনাকে’ লতা মঙ্গেশকরের কণ্ঠে আশির দশকের শেষ দিকে দারুণ জনপ্রিয়তা পায়। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র ৩০ বছর পূর্তি উপলক্ষেই ওই গানে ভিডিও বানিয়েছেন শিল্পা।
অনেক দিন ধরে সিনেমায় না থাকলেও নিয়মিত রিয়্যালিটি শো’তে দেখা যায় শিল্পাকে। এ ছাড়া অভিজাত লাইফস্টাইলের জন্য খবরের শিরোনামে থাকেন প্রায়ই। অবশ্য সম্প্রতি নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে রয়েছে হিট সিনেমা ‘হাঙ্গামা’র সিক্যুয়াল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel