Views: 315

বিনোদন

টিকটক করেই হয়ে গেলেন সিনেমার নায়িকা

বিনোদন ডেস্ক : টিকটকে তারকাখ্যাতি এরপর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন অ্যাডিসন রে। ৯০ দশকের ‘সি ইজ আল দ্যট’ নামক জনপ্রিয় রোমান্টিক কমেডি ঘরানার সিনামাটির রিমেকে অভিনয় করবেন তিনি।

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘হি ইজ অল দ্যট’। সিনেমাতে অ্যাডিসন রায়কে একজন প্রভাবশালী নারীর চরিত্রে দেখা যাবে। যিনি একজন নার্দি লোককে প্রম কিং হিসেবে পরিণত করবেন।


এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মীরাম্যাক্সের সিইও বিল ব্লক বলেন, মিরাম্যাক্সে সবসময় গল্পভিত্তিক কাজগুলোকে স্বাগত জানায়। সিনেমাটির নতুন এই সিক্যুয়েলটি দর্শকদের উপর প্রভাব বিস্তার করতে সমর্থন হবে। এটি পুরনো সিনেমার রিমেক হলেও নতুন করে তৈরির চিন্তা করা হচ্ছে। এবার আমাদের সিনেমায় অ্যাডিসন কাজ করবে, আমি অবশ্যই চাই সে ভালো করুক।

সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ১৯ বছরের টিকটক তারকা অ্যাডিসন তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে দেয়া ভিডিও বার্তায় বলেন, শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হলো। আমি অনেক উৎফুল্ল এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই সিনেমায় কাজ করতে যাচ্ছি।


আরও পড়ুন

জানি না আদৌ সিনেমা করবো কিনা: মেহ্জাবীন

Shamim Reza

মেয়েকে ধরিয়ে দিতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন ছাপালেন বাবা

rony

নায়িকা পপির ‘সিক্রেট’ ছবি নিয়ে জল্পনা

rony

অপু বিশ্বাস আমাকে মোবাইল চোর বানিয়েছিলো: চিত্রনায়ক মারুফ

rony

এবার আসছে ‘বাহুবলি’ ছবির প্রিক্যুয়েল

Saiful Islam

দিশা বুঝেছিলেন মৃত্যু নিকটে, পুলিশকে ফোনও দিয়েছিলেন

Shamim Reza