সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব মেনে সুশৃঙ্খলভাবে টিকা নিতে সেই লক্ষ্যে সারাদেশের ন্যায় মানিকগঞ্জে টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে জেলা যুবলীগ।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) শহরের খান বাহাদুর আওলাদ হোসেন স্কুলে টিকাদান কেন্দ্রে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সকাল ১১ টার দিকে শুরু করে দিনব্যাপী স্বেচাছাসেবকের দায়িত্ব পালন করছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, সামিউল আলম রনি, মনিরুল ইসলাম খান মণি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল, যুবলীগ নেতা খন্দকার সুজন, পেীর যুবলীগ নেতা জসিম, কাজী ইসরাফিল হোসেন সুজন প্রমুখ।
জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, করোনা মহামারি সঙ্কটকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের মানুষের মাঝে টিকাদান কর্মসূচী চলছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে মানিকগঞ্জ জেলা যুবলীগ টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব মেনে সুশৃঙ্খলভাবে টিকা নিতে সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


