জুমবাংলা ডেস্ক: গত বছর করোনা পরিস্থিতির কারণে বান্দরবানে তেমন পর্যটকের আগমন ঘটেনি। সে কারণে ব্যবসায়ীদের লোকসান গুনতে হয়েছে অনেক বেশি। কিন্তু দেশে করোনার ভ্যাকসিন আসায় মানুষের মনের আতঙ্ক কেটেছে। তাই ছুটিতে বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরি ও শৈলপ্রপাতে দেখা গেছে পর্যটকের উপচে পড়া ভিড়।
পাহাড়, পর্বত, ঝর্ণা দেখার জন্য পর্যটকরা পরিবার পরিজন নিয়ে ঘুরছেন এদিক ওদিক। অনেকে আবার দলবেঁধে পাড়ি দিচ্ছেন গহীন জঙ্গলে। তাঁবু খাটিয়ে থাকছেন জঙ্গলে । আবার পর্যটকদের অনেকে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যায় ফিরে যাচ্ছেন নিজ গন্তব্যে। জেলার হোটেল মোটেল রিসোর্টগুলো এখন কানায় কানায় পূর্ণ। পর্যটকদের উপচে পড়া ভিড় দেখে ব্যবসায়ে আবারও আশার আলো দেখছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে নীলাচল পর্যটনকেন্দ্রে আসা সৃজিতা পাল জানান, প্রথম আসা বান্দরবানে। চাঁদের গাড়ি দিয়ে পাহাড়ের আঁকা-বাঁকা পথে চলে যাওয়া সবচেয়ে বেশি ভালো লেগেছে। উঁচু নিচু অনেক পাহাড়, পাহাড়ের মাঝখানে ছোট ছোট ঘর আমাকে অনেক বেশি বিমোহিত করেছে। করোনার ভ্যকসিন এসেছে, ভয় অনেকটা কেটে গেছে।
মেঘলা পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা মোহাম্মাদ জাকারুল ইসলাম জানান, অরণ্যে ঘেরা চারপাশ । দেখতে খুব ভালো লাগছে। মানুষও প্রচুর। ঝুলন্ত ব্রিজটা অনেক ভালো লেগেছে। এখানে উপভোগ করার অনেক কিছু আছে। করোনা পরিস্থিতির কারণে অনেক জায়গা ঘুরতে পারেনি । ভ্যাকসিন আসায় এখন ভয় কাজ করছে না ।