জুমবাংলা ডেস্ক: টিকিট/পাস ছাড়াই ট্রেনে ভ্রমণ করার দায়ে জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের ট্রেন পরিচালক (গার্ড) রুবেল আলীকে।
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেনের নেতৃত্বে ট্রেন যাত্রীদের জন্য ধূমপান, হকার, হিজড়া ও ভিক্ষুকমুক্ত রেলসেবা পৌঁছে দেয়ার জন্য অভিযান পরিচালনা করছিল পাকশী রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে রাজশাহী অভিমুখী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পরিচালক রুবেল আলী কোনো পাস বা টিকিট দেখাতে না পারায় ঈশ্বরদী থেকে রাজশাহী পর্যন্ত তার কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
পাকশী বিভাগীয় রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আহসান উল্লাহ ভূঁইয়া জানান, যে কোনো রেলওয়ে কর্মকর্তা-কর্মচারি ট্রেনে উঠলে পাস অথবা টিকিট থাকতে হবে। বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।