টিকেট কেটে ঢুকতে হবে শফিকুলের সূর্যমুখী বাগানে
জুমবাংলা ডেস্ক: সূর্যের দিকে মুখ করে আছে ফুল। সকালে পূর্ব দিকে তাকিয়ে হাসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আবর্তনে তার দিক পরিবর্তন হচ্ছে। একগুচ্ছ ফুলের সঙ্গে দর্শনার্থীরাও সূর্যমুখী ফুলের সঙ্গে যেন হাসছে। দৃষ্টিকাড়া ফুলের মধ্যে মুঠোফোনে বন্দী করছেন প্রিয় মুহূর্তগুলো।
প্রতিদিন এই চিত্র দেখা মেলে নান্দাইল উপজেলার উত্তর মুশুলী গ্রামের কৃষক শফিকুল ইসলামের (৩৬) সূর্যমুখী ফুলের বাগানে। তার বাগানে ঢুকে নিজেকে রাঙাতে হলে ফুলপ্রেমী দর্শনার্থীদের গুণতে হয় মাথাপিচু ২০ টাকা।
জানা গেছে, ৯০ শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন শফিকুল ইসলাম। সবুজের মাঝে হলুদ সূর্যমুখী ফুলের শোভা উপভোগ করতে প্রতিদিন শতশত দর্শনার্থী ভিড় করেন বাগানের সৌন্দর্য দেখতে। ফসলের পাশাপাশি ২০ টাকা মূল্যের টিকেট বিক্রি করে বাড়তি আয়ের কারণে খুশি কৃষক শফিকুল।
সরেজমিনে দেখা গেছে, বাগানে সূর্যের ঝলকানিতে হলুদ রঙে ঝলমল করছে চারপাশ। বিস্তীর্ণ মাঠজুড়ে এ যেন সবুজের মাঝে হলুদের সমাহার। দেখে মনে হচ্ছে যেন সূর্যের দিকে মুখ করে হাসছে সূর্যমুখী। আর এমন মনোরম দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সবুজের মাঝে হলুদ সূর্যমুখী ফুলের শোভা উপভোগ করতে খুশি মনে দিচ্ছেন মাথাপিচু ২০ টাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে গুরুদয়াল সরকারি কলেজের সাত শিক্ষার্থী এসেছেন এই বাগানে। তাদের মধ্যে সুমা আক্তার ও সানজিদা ইসলাম বলেন, ফেসবুকে দেখার পর আমাদের কাছে ভালো লাগে, তাই বান্ধবীদের নিয়ে হলুদের রাজ্যে আসা।
সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা আরেক দর্শনার্থী সঞ্জয় বলেন, একটু মুক্ত হাওয়ায় বেড়াতে ও বাগান ভরা ফুল দেখতে বন্ধু এসেছি। একসঙ্গে সবাই মিলে এ মনোরম দৃশ্য মোবাইলের ফ্রেমে বন্দী করে নিয়ে যাচ্ছি।
বাগান মালিক শফিকুল ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৯০ শতক জমিতে এই বাগান করেছি। বাগান দেখতে প্রতিদিন প্রচুর পর্যটকের সমাগম হয় এখানে। ফলে ফসলের পাশাপাশি বাড়তি আয়ের ব্যবস্থা হয়েছে। আমার সফলতা দেখে গ্রামের অনেকেই আগ্রহ প্রকাশ করছেন সূর্যমুখী চাষ করার।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, কৃষক শফিকুল ইসলামকে সরকারিভাবে বীজ, সার ও বিভিন্ন ধরণের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে। সূর্যমুখী ফুল অল্প পরিশ্রমে চাষ করা যায়। রোগবালাই খুব কম হয়। এ ফুলের বাগান তৈরিতে খরচ হয় বিঘা প্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী ফুলের চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।