আন্তর্জাতিক ডেস্ক : তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আধুনিক অস্ত্রের উৎস সম্পর্কে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান।
জাতিসঙ্ঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুনির আকরাম বলেছেন, টিটিপি এখন আধুরিক সমারাস্ত্রে সজ্জিত। তাদের আক্রমণগুলো এখন আগের চেয়ে অনেক বিধ্বংসী। তাদের এই অস্ত্রগুলো বিদেশী বাহিনীর রেখে যাওয়া মজুদ থেকেই সংগৃহীত বলে স্পষ্ট বুঝা যাচ্ছে। এখন প্রশ্ন জেগেছে, টিটিপি তালিকাভুক্ত উগ্রবাদী সংগঠন হওয়ার পরও তারা এই অস্ত্র কিভাবে সংরক্ষণ করেছে? তাই পাকিস্তান জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) বিষয়টি তদন্তের আহ্বান জানায়। যেন তারা কিংবা জাতিসঙ্ঘের অন্যকোনো সংস্থা এটা বিস্তর তদন্ত করে।
বুধবার (২১ ডিসেম্বর) আফগানিস্তানে জাতিসঙ্ঘ সহায়তা মিশন ব্রিফিংয়ে জাতিসঙ্ঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুনির আকরাম বলেছেন, টিটিপি পাকিস্তানের জন্য এখন বড় ধরণের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের হামলায় এ পর্যন্ত অনেক সৈন্যসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া তাদের আক্রমণে অনেক সামরিক স্থাপনাও ধ্বংস হয়েছে।
তিনি আরো বলেন, আমরা এই বছরই তাদের আক্রমণে অনেক সাহসী সৈন্য ও বেসামরিক লোককে হারিয়েছি। গত সপ্তাহে টিটিপির সহযোগী গোষ্ঠী ডেরা ইসমাইল খানে নিরাপত্তা কর্মীদের ওপর জঘন্য হামলা করে। এতে অন্তত ২৩ জন নাগরিক নিহত হয়।
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।