বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টিভিএস (TVS) সংস্থার এই নতুন বাইক লুক, ডিজাইন ছাড়াও যেভাবে রাস্তায় চলবে- সবদিক থেকেই নজর কেড়েছে। বিভিন্ন সারফেস বা এলাকায় চলার মতো ফিচার রয়েছে TVS Ronin বাইকে। বিভিন্ন কাজে বা উদ্দেশ্যেই এই নতুন বাইক ব্যবহার করা সম্ভব। বাস্তবে বলা হচ্ছে, TVS Ronin হল এমন একটি বাইক যা বিভিন্ন ধরনের সংমিশ্রণ। অর্থাৎ বিভিন্ন বাইকের ফিচার একত্রিত হয়ে যুক্ত হয়েছে TVS Ronin বাইকে।
ডিজাইন- TVS Ronin বাইকের ডিজাইনের অনেকটাই সামঞ্জস্য রয়েছে একটি Scramble- এর সঙ্গে। তবে এই বাইককে আবার ক্রুজারও বলা সম্ভব। তবে TVS Ronin বাইকের হেডল্যাম্প ডিজাইন, তার সঙ্গে থাকা DRL, বড় আকারের ফুয়েল বা জ্বালানি ট্যাঙ্ক এবং সিটের ডিজাইনও বেশ নজরকাড়া। scrambler এবং রেট্রো বাইল একত্রিত হলে যেরকম দেখতে হবে TVS Ronin বাইক। এই বাইকের রঙ এবং যে ধরনের পেন্ট ব্যবহার করা হয়েছে সেটাও বেশ আকর্ষণীয়। TVS Ronin বাইকের টপ-এন্ড ভ্যারিয়েন্টগুলিতে একাধিক রঙের অপশন থাকবে বলে শোনা গিয়েছে।
বিভিন্ন যন্ত্রাংশ- টিভিএস কোম্পানির নতুন Ronin মডেলে রয়েছে এমন কিছু আধুনিক equipment, যা বাইক আরোহীকে বিভিন্ন ভাবে সাহায্য করবে বাইক চালানোর সময়। TVS Ronin বাইকে রয়েছে LED লাইটিং, ব্লুটুথ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডুয়াল চ্যানেল ABS, ভয়েস অ্যাসিস্ট ফিচার ও আরও অনেক কিছু।
আকার আয়তন- TVS Ronin বাইক আকারে খুব বড় নয়, আবার খুব ছোটও নয়। নির্মাতারা জানিয়েছে, এই বাইক চালিয়ে চালক যথেষ্ট আরাম পাবেন। সহজে চালানোও যাবে। বাইকের সিট যথেষ্টই চওড়া এবং একটানা অনেকক্ষণ সফরের জন্য বেশ উপযুক্ত।
ইঞ্জিন- TVS Ronin বাইকে রয়েছে একটি ২২৫.৯ সিসি ইঞ্জিন। এটি একটি সিঙ্গল সিলিন্ডার ইউনিট। এই ইঞ্জিনের সাহায্যে 20bhp এবং 19.93Nm of torque শক্তি উৎপন্ন হয়। টিভিএসের এই বাইকে একটি সাইলেন্ট স্টার্টার সিস্টেম রয়েছে। তবে স্টার্টার বাটনে ক্রুজারের মতো আওয়াজ হয়। এই বাইকের ৫ স্পিড গিয়ারবক্স এবং ক্লাচ যথেষ্টই হাল্কা। ফলে শহরের যেকোনও রাস্তায়, অলিগলিতে সহজেই এই বাইক চালানো সম্ভব। সহজে চালানো যাবে TVS Ronin বাইক এবং এই বাইক চালিয়ে আরাম পাবেন ইউজাররা। কারণ খারাপ রাস্তা থাকলেও ভাল ব্রেক এবং গ্রিপের কারণে বাইক খানাখন্দে পড়ে লাফাবে না বা চালক প্রবল ঝাঁকুনির সম্মুখীন হবেন না। তবে এই বাইক দেখার দিক থেকে কিংবা ফিচারের দিক থেকে কোনও অংশেই স্পোর্টি নয়।
জানা গেল কক্সবাজারের সেই অচেনা পাখির পিঠে ডিভাইস বসানো যে কারণে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।