আন্তর্জাতিক ডেস্ক : জোরে টিভি চালিয়ে সিরিয়াল দেখছিলেন পুত্রবধূ। পাশের ঘরে নামসংকীর্তন করছিলেন শাশুড়ি। টিভির আওয়াজে তাঁর মনোসংযোগে ব্যাঘাত ঘটছিল। সংকীর্তন থামিয়ে তিনি উঠে এসে পুত্রবধূকে টিভির আওয়াজ কমাতে বলেন। শাশুড়ির সেই কথা শুনে টিভির আওয়াজ আরও বাড়িয়ে দেন তিনি। আর এখান থেকেই ঝামেলার সূত্রপাত।
বেশ কয়েক বার বারণ করার পরেও পুত্রবধূ টিভির আওয়াজ না কমানোয় শাশুড়ি ঘরে ঢুকে রিমোট নিয়ে টিভি বন্ধ করে দেন। আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন পুত্রবধূ। অভিযোগ, দু’জনের মধ্যে কথা কাটাকাটি চলার সময় আচমকাই শাশুড়ির হাত কামড়ে ধরেন পুত্রবধূ। তিনটে আঙুল গুরুতর জখম হয়। শাশুড়ি-বউযের মধ্যে যখন ঝমেলা চরমে পৌঁছেছিল, সেই সময় মধ্যস্থতা করতে ছুটে আসেন মহিলার স্বামী। তাঁকে দেখে আরও চটে যান মহিলা। শাশুড়ির সামনেই তাঁকে জোরে একটা চড় কষিয়ে দেন।
বিষয়টি সেখানে থেমে থাকেনি। থানা পর্যন্ত গড়ায়। ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণের শিবাজিনগর এলাকার। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুত্রবধূর নাম বিজয়া কুলকার্নি। সোমবার সকালে জোরে টিভি দেখছিলেন তিনি। তখন পাশের ঘর থেকে শাশুড়ি বৃশালি কুলকার্নি এসে তাঁকে টিভির আওয়াজ কম করতে বলেন। তখনই এই ঘটনা ঘটেছে। পুলিশ আরও জানিয়েছে যে, বৃদ্ধার আঙুল কেটে নেননি বিজয়া। তবে আঙুল ক্ষতবিক্ষত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।