টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ের ‘রাজা’ রশিদ খান। এটা নিছক কোনো দাবি নয়। জাতীয় দলের বাইরেও যতগুলো ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্টে আফগান এই তারকা স্পিনার খেলেছেন এবং খেলছেন তা অবিশ্বাস্যই বটে! মাঠের পারফর্মার এবার রেকর্ডের চূড়ায়।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬৩১ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাবেক ডোয়াইন ব্রাভো এবং রশিদ খান। সেই রেকর্ডটা এবার এককভাবে নিজের করে নিলেন আফগান স্পিনার।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলছেন রশিদ খান। মঙ্গলবার পার্ল রয়্যালসের বিপক্ষে সেমিফাইনালে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এই ম্যাচের পর টি-টোয়েন্টিতে রশিদের উইকেটের সংখ্যা হয়েছে ৬৩৩। ব্রাভোর রয়েছে ৬৩১টি উইকেট। ব্রাভোকে ছাপিয়ে গেলেন রশিদ।
এই ৬৩৩টি উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ১৬১টি উইকেট নিয়েছেন রশিদ। বাকি ৪৭২টি উইকেট নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বিভিন্ন দেশের লিগে খেলেন রশিদ। তার মধ্যে উল্লেখযোগ্য সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, সাসেক্স শার্কস, ট্রেন্ট রকেটস ও এমআই কেপ টাউন।
ব্রাভোর থেকে অনেক কম ম্যাচ খেলে তাকে টপকে গিয়েছেন রশিদ। ৪৬১টি ম্যাচে ৬৩৩টি উইকেট নিয়েছেন আফগান স্পিনার। তার বোলিং গড় ১৮.০৮। সেখানে ৬৩১টি উইকেট নিতে ৫৮২টি ম্যাচ খেলেছেন ব্রাভো। তার বোলিং গড় ২৪.৪০। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। তার উইকেটের সংখ্যা ৫৭৪। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। টি-টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যা ৫৩১। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ৪৯২টি উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।