স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ছোট এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে মুখ খোলনি এই অলরাউন্ডার।
তবে এ ব্যাপারে রিয়াদের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচের পরে কিংবা আগে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় রিয়াদের। গত ১৭ বছরে ১৩৯টি ম্যাচ খেলে দুই হাজার ২৯৫ রান ও ৪০ উইকেট নেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেট তার গড় ২৩.৪৮। ৪৩টি টি-টোয়েন্টি খেলা রিয়াদ অধিনায়ক ছিলেন ২০ ম্যাচে। ২০২১ সালে তার নেতৃত্বে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।
দ্র: এর আগে বিসিবির বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে রিয়াদের অবসরের ব্যাপারে বলা হয়েছে। তবে বিসিবি জানিয়েছে, রিয়াদের এরকম সিদ্ধান্তের ব্যাপারে তাদের জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।