স্পোর্টস ডেস্ক: তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে এ সপ্তাহে ঘরে মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গেইল।
অ্যান্টিগায় আগামীকাল বুধবার থেকে শ্রীলংকার বিপক্ষে শুরু হওয়া টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের ক্যারিবিয় দলে আছেন ৪১ বছর বয়সী গেইল।
২০১২ ও ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন গেইল। ২০১৯ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বশেষ ৫৮তম টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।
২০১৬ সালে ভারতের মাটিতে সর্বশেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা ধরে রাখার মিশনে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে সপ্তম বিশ্বকাপে মাঠে নামবে ক্যারিবীয়রা।
সংবাদ সম্মেলনে গেইল বলেন, ‘সিরিজ জিতে আমি শুরু করতে চাই, তবে আমার কাছে বড় বিষয় হচ্ছে তিনটি ম্যাচই খেলার সুযোগ পাওয়া। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে চাই, এটিই আমার লক্ষ্য ।’