স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও নতুন রেকর্ড গড়েছে টাইগার ওপেনার তামিম-লিটন। দুই ব্যাটসম্যানই বেশ সাবলীল ব্যাট করে টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটির নতুন রেকর্ড গড়েছেন।
আজ (৯ মার্চ) মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে ২ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে ৯২ রানের দারুণ এক জুটি উপহার দিয়েছেন তামিম ও লিটন। এরপর অভিষিক্ত ওয়েসলি মাধেভেরের বলে শন উইলিয়ামসের হাঁটে ক্যাচ তুলে ফিরে যান তামিম। তবে এর আগে ভেঙে দিয়েছেন তাদের গড়া আগের রেকর্ড। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৪ রানের ওপেনিং জুটি উপহার দিয়েছিলেন তারা। এতোদিন এটাই ছিল দেশের সর্বোচ্চ ওপেনিং জুটি।
আর ঝড়ো ব্যাটিংয়ে লিটন এর মধ্যেই তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এ ওপেনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মেহেদী হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামুই, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, ডোনাল্ড টিরিপানো, টিনোটেন্ডা মুতুমবুজি, ক্রিস্টোফার এমফুপু, চার্ল মুম্বা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।