স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় ব্যাটার রাকিম কর্নওয়াল আবার প্রমাণ করলেন কেবল ভারে নয় তার ধারও আছে। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন এই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে স্কয়ার ড্রাইভের বিপক্ষে আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। ইনিংসটি খেলার পথে কর্নওয়াল ছয় মেরেছেন ২২টি, চার ১৭টি।
এর আগে টি-টোয়েন্টিতে একমাত্র ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের সুবোধ ভাটি। ২০২২ সালেই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেছিলেন অপরাজিত ২০৫ রান।
নিজের ইনিংসে ১৭টি করে চার ও ছয় মারেন সুবোধ। দিল্লির ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।
পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন কাল এক টুইটে জানিয়েছেন, কর্নওয়ালের ইনিংসটির কথা ক্রিকেট বিশ্বকে জানিয়েছেন। কর্নওয়ালের স্ট্রাইকরেট ২৬৬.২৩।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।