in ,

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দেশকে সার্ভিস দিতে পারিশ্রমিক নেবেন না ধোনি

স্পোর্টস ডেস্ক: আগামী ১৭ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরামর্শক বা মেন্টর হিসেবে কাজ করবেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তবে এ কাজের জন্য কোনও টাকা নেবেন না ধোনি। সম্পূর্ণ ফ্রিতে ভারতীয় দলকে সার্ভিস দেবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। একই তথ্য বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন বোর্ডের মহাসচিব জয় শাহ।

এর আগে ভারতের জার্সিতে সর্বশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে মাঠে নেমেছিলেন ধোনি। গত বছরের মাঝামাঝিতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেন। তবে আইপিএল নিয়মিত খেলে যাচ্ছেন এই সফল অধিনায়ক।