স্পোর্টস ডেস্ক : আগামীকাল সোমবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য টিকিট মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ এবং সর্বোচ্চ ১হাজার টাকা নির্ধারণ করেছে বিসিবি।
ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ হয়েছে ১শ টাকা। টিকিটের সর্বোচ্চ মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের মূল্য ৫শ টাকা। ক্লাব হাউজের টিকিট মূল্য নির্ধারণ হয়েছে ৩শ টাকা। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে দেড়শ টাকায়।
টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির টিকিট বুথে। টি-টোয়েন্টি সিরিজের আগে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফ্রিকার দলটিকে হোয়াইটওয়াশ করে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।