জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দু’টি স্থানকে সংযুক্ত করতে বিআরটিসি’র বাস সার্ভিস চালু হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই বাস সার্ভিস উদ্বোধন করেন। এই বাস সার্ভিস জাতির পিতার জন্মস্থান টুঙ্গিপাড়া এবং স্বাধীনতার স্মৃতিবিজড়িত মুজিবনগরে চলাচল করবে।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া এবং মেহেরপুরের মুজিবনগর এই দুইটি স্থান ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গীপাড়া এবং দেশের প্রথম রাজধানী মুজিবনগরে গিয়ে দেশের ইতিহাসকে আরো নিবিড়ভাবে জানার আগ্রহ অনেকেরই রয়েছে। কিন্তু অনেক সময় যাতায়াতের অসুবিধার কারণে অনেকের যাওয়া হয়ে ওঠে না। এই সার্ভিস চালুর ফলে সেই অসুবিধা অনেকটাই দূর হবে।
শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসটি মুজিবনগর ও টুঙ্গীপাড়া হতে প্রতিদিন সকাল ছয়টায় ছাড়বে। ১৭-২২ মার্চ এবং ২৮-৩১ মার্চ এই দশদিনের জন্য ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এই ভাড়া যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে নির্ধারণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।