জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে অপহৃত ৫ জন রোহিঙ্গা হেড মাঝির ৩ জনকে (রোহিঙ্গা নেতা) আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় উখিয়ার থাইনখালীর হাকিমপাড়া শিবির থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার বিকালে টেকনাফের চাকমারকুল শিবির থেকে প্রত্যাবাসন বিরোধী সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীর দল তাদের অস্ত্রের মুখে অপহরণ করেছিল।
কক্সবাজার-১৬ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) এর অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক গতরাতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানান, অপহরণের শিকার আরো ২ জন রোহিঙ্গা হেড মাঝিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
উদ্ধার হওয়া রোহিঙ্গা হেড মাঝিরা হচ্ছেন যথাক্রমে উখিয়ার থাইংখালীর হাকিম পাড়ার (১৪ নং শিবির) এ-ব্লকের হেড মাঝি ইউসুফ, বি-ব্লকের হেড মাঝি আবু মুসা এবং ডি-ব্লকের হেড মাঝি শাব্বির। তাদের উখিয়ার পালংখালী নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহযোগিতায় এপিবিএন সদস্যরা উদ্ধার করেন।
এপিবিএন অধিনায়ক আরো জানান, বুধবার সকাল ১১ টায় টেকনাফের ২১ নং চাকমারকূল শিবিরের একটি সভায় যোগদান শেষে ২২ জন রোহিঙ্গা হেড মাঝি তাদের স্ব স্ব শিবিরে ফিরে যাবার পথে অস্ত্রের মুখে প্রতিপক্ষ সশস্ত্র দল কর্তৃক ৫ জন অপহরণের শিকার হন।
অপহরণকারিরা অপহৃতদের চোখ বেঁধে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক থেকে তুলে নিয়ে যায়। জানা গেছে, অপহৃত রোহিঙ্গা মাঝিরা স্বদেশে ফিরে যাবার পক্ষে এবং অপহৃতরা দেশে প্রত্যাবাসন সহ ভাষানচরে রোহিঙ্গাদের স্থনান্তরেরও বিপক্ষে কাজ করে আসছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।