কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে। অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের কার্যক্রমে ধাক্কা লাগানো এই অভিযান নিরাপত্তা জোরদার করেছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযান চলাকালে নৌবাহিনী ও কোস্ট গার্ড পাহাড়ে তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটক রাখার পর রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করে।
নৌবাহিনী জানায়, মানবপাচার চক্রগুলো সাধারণ মানুষকে অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কার্যক্রম চালিয়ে আসছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
নৌবাহিনী ও কোস্ট গার্ড জানিয়েছে, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীতে ব্লাড ব্যাংকে স্যালাইন মেশানো রক্তের ভয়াবহ বাণিজ্য
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।