টেকনো ঘোষণা দিয়েছে যে ২০২৩ সালের জানুয়ারি মাসের নয় তারিখে তাদের নতুন PHANTOM X2 সিরিজের স্মার্টফোন বাজারে রিলিজ করবে। তারা কনফার্ম করেছে যে, ভারত ও বাংলাদেশের মার্কেটে হ্যান্ডসেটটি অ্যাভেইলেবল থাকবে। জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে আগ্রহী কাস্টমাররা অর্ডার করতে পারবেন।
স্মার্টফোনটিতে ডিসপ্লের সাইজ হবে ৬.৮ ইঞ্চি। রেজুলেশন হবে 1080 গুন 2400 পিক্সেল। এমোলেড প্যানেলের স্ক্রিন ও 120 হার্জ রেটের ডিসপ্লের ফিচার পাওয়া যাবে। ডিসপ্লেতে কর্নিল গরিলা গ্লাস এর প্রোটেকশন দেওয়া থাকছে।
টেকনোর স্মার্টফোনটিতে ডাইমেনসিটি নয় হাজার মডেলের চিপসেট ব্যবহার করা হবে। পাশাপাশি মালি জি৭১০ মডেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হবে। স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া থাকছে।
অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা মোবাইলটি পরিচালিত হবে। দুইটি সিম একসঙ্গে ব্যবহার করার সুযোগ পাবেন। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। পাশাপাশি ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে।
স্মার্টফোনের ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশনের ফিচার দেওয়া হয়েছে। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার আপাচার ২.৫। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ফিচার তো থাকছেই।
ডুয়েল 4G VoLTE, ওয়াই-ফাই ৬ 802.11 ax, ব্লুটুথ এর সাপোর্ট থাকছে স্মার্টফোনটিতে। NFC, USB Type-C এর ফিচার ব্যবহার করতে পারবেন টেকনো এর এ স্মার্টফোনটিতে।
৫১৬০ মেগার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
TECNO PHANTOM X2 মুনলাইট সিলভার এবং স্টারডাস্ট গ্রে রঙ সহ মার্কেটে পাওয়া যাবে। পরের মাসে ফোনটি যখন উপমহাদেশে লঞ্চ হবে তখন এটির দাম হতে পারে ৪১ হাজার রুপি ও ৫০ হাজার টাকা। তবে কোম্পানি ইতিমধ্যেই বলেছে যে এটি ভারতীয় বাজারের জন্য ভালো দাম নির্ধারণ করবে।
TECNO এটিও নিশ্চিত করেছে যে এটি শীঘ্রই PHANTOM X2 Pro লঞ্চ করবে এবং 2023 সালের প্রথমার্ধে কোনো এক সময়ে ভারতে Megabook S1 আনার পরিকল্পনা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।