বাংলাদেশের বাজারে নতুন ফোন এনেছে টেকনো। স্পার্ক ৩০সি মডেলের ফোনটিতে আইপি৫৪ প্রযুক্তিনির্ভর পানি এবং ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। হেলিও জি৮১ অক্টাকোর প্রসেসরে চলা ফোনটিতে ৬ গিগাবাইট র্যাম রয়েছে, যা ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ১৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৬ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) প্লাস আইপিএস পর্দার ফোনটির পেছনে ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৫ হাজার এমএএইচ ব্যাটারিসহ ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা যায়। দুটি স্পিকারযুক্ত ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্ডজ। ফলে ফোনটির পর্দায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।