ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি প্রথমবারের মতো খোলাখুলি কথা বলেছেন বিচ্ছেদের পর একা সন্তান বড় করার বিষয়টি নিয়ে। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর ছয় বছর বয়সী ছেলে ইজহান মির্জা মালিককে একাই বড় করছেন তিনি।

চলতি সপ্তাহে সানিয়ার ইউটিউব শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-এর এক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড পরিচালক ফারাহ খান। সেই আড্ডায় সানিয়া বলেন, সিঙ্গেল মা হওয়া সত্যিই খুব কঠিন। আমি কাজ, সন্তান আর নিজের মানসিক স্বাস্থ্য একসঙ্গে সামলাতে গিয়ে কখনও কখনও পুরোপুরি ভেঙে পড়েছি।
ফারাহ খান নিজের শৈশবের কঠিন সময়ের স্মৃতি ভাগ করে নিতে গিয়ে সানিয়ার দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, তুমি এখন একজন সিঙ্গেল মাদার, আর এর চেয়ে কঠিন কিছু নেই। জীবন সহজ নয়, কিন্তু তুমি যেভাবে সামলে নিচ্ছ, সেটা অনুপ্রেরণাদায়ক।
সানিয়া আরও জানান, জীবনের এক কঠিন মুহূর্তে ফারাহ তার পাশে ছিলেন। একদিন আমি লাইভ শোতে যাওয়ার আগে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তখন তুমি সেটে এসে পাশে দাঁড়াওনি হলে হয়তো আমি শো করতে পারতাম না, বলেন সানিয়া।
তিনি আরও বলেন, আমি জানি জীবন কঠিন, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি আমার সন্তানকে শেখাতে চাই, তার মা কখনও হেরে যায় না ভালোবাসা, সাহস আর স্থিতধীতা দিয়েই আমি জীবন সামলাচ্ছি।
প্রসঙ্গত, ২০১০ সালে ভারতের হায়দরাবাদে সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে হয়। ২০১৮ সালে তাদের পুত্র ইজহানের জন্মের পরও দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল তাদের দাম্পত্যে দূরত্ব নিয়ে। অবশেষে ২০২৪ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বর্তমানে ছেলে ইজহানকে নিয়েই নতুন জীবনের পথচলায় এগিয়ে যাচ্ছেন সানিয়া মির্জা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



