স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি চালু থাকা অবস্থায় রাস্তায় হরিণকে চাপা দিয়েছে টেসলার একটি গাড়ি। টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ক্যামেরার মাধ্যমে নিরাপদে গাড়ি চালাতে সক্ষম বলে দাবি করা হলেও যুক্তরাষ্ট্রে ঘটা এ দুর্ঘটনার সময় হরিণকে দেখেও থামতে পারেনি। এর ফলে টেসলা গাড়ির স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে।
হরিণকে চাপা দেওয়া গাড়ির চালক পল এস জানিয়েছেন, টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি সামনে থাকা হরিণকে শনাক্ত করতে পারেনি। এমনকি হরিণের গায়ে ধাক্কা লাগার পরও গাড়ির গতি কমায়নি। দুর্ঘটনায় বড় ক্ষতি না হলেও গাড়ির কাচে ফাটল ধরেছে। তবে দুর্ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইলন মাস্কের মালিকানাধীন টেসলা।
টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তিতে চলা গাড়ি এর আগেও বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলে পড়েছে। একাধিকবার দুর্ঘটনা ঘটার কারণে সম্প্রতি টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।