স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের কাঠামোয় ফিরে যাওয়ার বিষয়ে গুরুতর দৃষ্টি রাখতে বলেছিলেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। আর তার এই প্রস্তাবকে সমর্থন করে নিজেও মুখ খুললেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
অধিনায়ক মুমিনুল হক বলেন, গত ২০ বছরে ২০ টিরও কম টেস্টে জয় পেয়েছি আমরা। এটি তেমন কোনও দুর্দান্ত পরিসংখ্যান নয়। টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য কিছু নতুন দৃষ্টিভঙ্গি সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমি মনে করি এই সিরিজ শেষ হয়ে গেলে কোচের সাথে টেস্ট দল নিয়ে আলোচনা করাটা ভাল পদক্ষেপ হবে। আমরা দলের কাঠামো নিয়ে আলোচনা করতে পারি। আমরা তাত্ক্ষণিকভাবে ফলাফল নাও পেতে পারি তবে আমরা অবশ্যই দুই বা তিন বছরের ব্যবধানে এর ফলাফল পাব।
অধিনায়ক মুমিনুল আরও বলেন, মানসিকভাবে প্রস্তুত থাকতে চাইলে আপনাকে ইতিবাচক চিন্তা করতে হবে। টেস্ট ক্রিকেটের জন্য যদি কোনও কাঠামো থাকে তবে আপনার এক ফরম্যাটের মানসিকতা থাকবে। আপনি স্বয়ংক্রিয়ভাবে টেস্ট ক্রিকেট সম্পর্কে ভাববেন।
সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।