স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। কারণ হিসেবে অ্যাথলিটদের করোনার সংক্রমণ থেকে রক্ষার কথা বলছে কর্তৃপক্ষ।
Advertisement
২৩ জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র ২৯তম আসর। করোনার কারণে ২০২০ সালের এই প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে একবছর পর।
তবে এখনও বিশ্বজুড়ে তাণ্ডব ছড়াচ্ছে কোভিড-১৯। আর তাই আগাম সতর্কতা আর অ্যাথলিটদের সুরক্ষার কথা চিন্তা করে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া।
তবে কোরিয়ার এমন ঘোষণার বিপরীতে এখনও কোনও মন্তব্য করেনি আয়োজক দেশ জাপান।
প্রসঙ্গত, আগামী ৮ আগস্ট পর্দা নামবে টোকিও অলিম্পিকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।