in ,

টোকিও অলিম্পিক : সরে গেলেন ছয়বারের স্বর্ণপদক জয়ী সিমন বাইলস

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিক গেমসের একটি ইভেন্ট থেকে সরে গেলেন ছয়বারের স্বর্ণপদক জয়ী জিমন্যাস্ট সিমন বাইলস। আগামীকাল বৃহস্পতিবার ইভেন্টটি অনুষ্ঠিত হবে। সিমনের জায়গায় অংশ নেবেন জ্যাড ক্যারে।

সিমন তার মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিতে চান। আগামী সপ্তাহে আরেকটি ইভেন্ট আছে। সেখানে তিনি অংশগ্রহণ করবেন কী না তা এখনো নিশ্চিত নয়। তাকে প্রতিদিন পর্যবেক্ষণ করা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকসের পক্ষ থেকে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষকে সিমনের জিমন্যাস্টিকসের অল অ্যারাউন্ড ইভেন্টে অংশ না নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

গত মঙ্গলবার নারী দলের ফাইনালে ভুল করেছিলেন সিমন। পরে তারকা খেলোয়াড়কে ছাড়া রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। স্বর্ণপদক পেয়েছে রাশিয়া।