ট্রফির বাম পাশে বসলেই কি ভাগ্য খুলে যায় কামিন্সের?

ট্রফির বাম পাশে বসলেই কি ভাগ্য খুলে যায় কামিন্সের?

স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ে আইপিএল ফাইনাল। এই ম্যাচ দিয়েই পর্দা নামবে সপ্তদশ আইপিএলের। রোববার শিরোপা নির্ধারক ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের আগের দিন দুই অধিনায়ক ট্রফি নিয়ে ছবি তুললেন মেরিনা সৈকতে। নৌকায় বসে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স, মাঝে ট্রফি। কামিন্স বসলেন ট্রফির বাম পাশে, আইয়ার বসলেন ডান পাশে।ট্রফির বাম পাশে বসলেই কি ভাগ্য খুলে যায় কামিন্সের?

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্টের অধিনায়ক

নেটিজেনরা বলছেন, ট্রফির বামদিকে বসলেই ভাগ্য খুলে যায় প্যাট কামিন্সের। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ট্রফির বাম পাশে দাঁড়িয়ে ছিলেন কামিন্স, ডান পাশে ছিলেন রোহিত শর্মা। সেবার তার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগেও রোহিতকে ডান পাশে রেখে ট্রফির বাম পাশে বসেছিলেন কামিন্স। আহমেদাবাদের সেই ফাইনালেও কামিন্সের নেতৃত্বে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্টের অধিনায়ক

আজ আইপিএলের ফাইনাল সামনে রেখে ট্রফি নিয়ে যে ফটোশুট হয়েছে, সেখানেও বাঁদিকে দাঁড়িয়েছেন কামিন্স। নেটিজেনরা বলছেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের ফাইনালের আগে যে অধিনায়ক ডানদিকে বসেছিলেন, তিনি হেরেছিলেন। এবার যদি সেই মিথটা ভাঙতে পারেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

এবারের আইপিএলে দু’বার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছে কলকাতা। দু’বারই জিতেছে নাইটরা। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একবারও না জিততে পারা দলের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে হায়দরাবাদকে। ইডেনে কামিন্সদের ৪ রানে হারিয়েছিলেন শ্রেয়াসরা য়সেরা। প্রথম কোয়ালিফায়ারে কলকাতা জিতেছিল অনেক সহজে। হায়দরাবাদ ব্যাটে, বলে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।

আইপিএল ফাইনালে আরও এক বার হায়দরাবাদের বিপক্ষে খেলবে কলকাতা। লিগ পর্ব শেষে এক এবং দুই নম্বরে শেষ করেছিল কলকাতা এবং হায়দরাবাদ। টানা সপ্তম বার আইপিএলের ফাইনালে উঠল লিগে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দল।