জুমবাংলা ডেস্ক : ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে ট্রলারসহ নিখোঁজ জেলেদের মধ্যে নয় জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৯টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি টিম মরদেহগুলো উদ্ধার করে।প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল জানান, গত রবিবার (১০ নভেম্বর) ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি মেহেন্দিগঞ্জের বাহাদুরপর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় ভেসে উঠেছে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়।
পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ নয় জেলের মরদেহ উদ্ধার করে।গত রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঝড়ের কবলে পড়ে ২৪ জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১০ জেলে উদ্ধার হলেও ১৪ জন জেলে নিখোঁজ হন। ওইদিন রাতেই কোস্টগার্ডের একটি দল এক জেলের মরদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।