আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা দ্বিতীয় এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল বেলা ৩টার দিকে নতুন এ এজলাস উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর সংস্কার করা এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি। এ সময় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার তার সঙ্গে ছিলেন। এ ছাড়া ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী, ট্রাইব্যুনাল-২ এর দুই সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ রুহুল ইমরান, প্রসিকিউটর ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চব্বিশের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কাজ চলছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে চলছে এই বিচারকাজ।
বিদায়ী সংবর্ধনা আজ : দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হবে আজ। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টে (প্রধান বিচারপতির এজলাস) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



