Advertisement
জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা ৬ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ এসআই শামিম।
এসআই শামিম জানান, ঝিনাইদহের দিক থেকে একটি ট্রাক মদনাডাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নির্মাণ শ্রমিকবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি প্রায় ২০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। এ সময় নসিমনে থাকা নির্মাণ শ্রমিকরাও নসিমন থেকে ছিটকে পড়েন।
জানা গেছে, নসিমনের উপর একটি ঢালাই মেশিন ছিল। ট্রাকের ধাক্কায় সেটি গিয়ে পড়ে ওই নির্মাণ শ্রমিকদের উপর। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.