Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ট্রাকে ত্রিপলের নিচে লুকিয়ে যাত্রা, ভাড়া ৫০০!
জাতীয়

ট্রাকে ত্রিপলের নিচে লুকিয়ে যাত্রা, ভাড়া ৫০০!

Saiful IslamMay 11, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দূরপাল্লার গণপরিবহন বন্ধ করেছে সরকার। তবে রাজধানীর গাবতলী থেকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মাইক্রোবাস, ছোট পিকআপ ভ্যান ও ট্রাকে যাত্রীদের গ্রামের বাড়িতে যেতে দেখা গেছে।

সোমবার (১০ মে) রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি পিকআপ ভ্যান ও ট্রাকে করে যাত্রীদের যাত্রা করতে দেখা যায়।

রাতে সরেজমিনে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, ট্রাকে অভিনব কায়দায় নেওয়া হচ্ছে যাত্রী। পুরো ট্রাক ত্রিপল দিয়ে ঢাকা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে পণ্য নয়, বরং মানুষ রয়েছে। ট্রাকের সামনের দিক থেকে একজন একজন করে যাত্রী তুলে তাদের নিয়ে নেওয়া হচ্ছে ত্রিপলের ভেতর। এভাবে গাবতলী থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত যাত্রীভেদে দরকষাকষি করে ভাড়া নেওয়া হচ্ছে ৩০০-৫০০ টাকা।

এছাড়া গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীরূপে গিয়ে দাঁড়ালেই আসছেন অনেকেই। তারা জিজ্ঞাসা করছেন- কোথায় যাবেন? বিশেষত বাসের পরিবর্তক হিসেবে মাইক্রোবাস এবং প্রাইভেটকারের মাধ্যমেই নেওয়া হচ্ছে এসব যাত্রী। পাটুরিয়া পর্যন্ত ভাড়া ৫০০-৬০০ টাকা।

ট্রাক, পিকাপ, মাইক্রোবাস বা প্রাইভেটকার ছাড়াও পরিবহন হিসেবে এই রুটে চলাচল করছে মোটরসাইকেল এবং সিএনজি। গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, এই এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল এবং সিএনজির সংখ্যাও কম নয়। তবে এই মাধ্যমে ভাড়া একটু বেশি। জনপ্রতি ৮০০-১২০০ টাকা। এছাড়া রাতে লোকাল বাসে করেও এই রুটে যাত্রী পরিবহনের চিত্র দেখা যায়। গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত লোকাল বাসে ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা।

কয়েকজন চায়ের দোকানদার জানান, দূরপাল্লার বাস বন্ধ। তবে কয়েকটি লোকাল পরিবহনে পাটুরিয়া পর্যন্ত যাওয়ার ব্যবস্থা আছে। এই গাড়িগুলো সবসময় ছাড়ে না। রাতে যাত্রী হলে তখন যায়।

জাহাঙ্গীর আলম নামের এক যাত্রী বলেন, কারখানা বন্ধ। ঢাকাতে থাকলে অনেক খরচ। এই খরচ কে দেবে? এমনিতেই লকডাউনের কারণে উপার্জন নেই। উপায় না থাকায় বাড়ি যাচ্ছি।

গাবতলীতে একাধিক পরিবহন শ্রমিক জানান, দূরপাল্লার বাস চলছে না। তবে যাত্রীদের চাপ অনেক। যে যেভাবে পারছে, একটা ব্যবস্থা করে রওনা দিচ্ছেন গ্রামের উদ্দেশে। আর এখন মূলত মাইক্রোবাস আর প্রাইভেটকারই বেশি চলছে।

গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্যরত বিভিন্ন ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীদের সঙ্গে কথা বললে তারা জানান, পণ্যবাহী যানবাহনে যাত্রী পারাপার নিষেধ। এ কারণে বেশ কয়েকটি পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া দূরপাল্লায় যাত্রী চলাচল বন্ধ করা ছাড়াও ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানান তারা। সূত্র : বাংলানিউজ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
ব্যাংক খোলা থাকবে

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকবে ব্যাংক

December 27, 2025

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

December 27, 2025
জাহাজে আগুন

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

December 27, 2025
Latest News
ব্যাংক খোলা থাকবে

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকবে ব্যাংক

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

জাহাজে আগুন

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক খোলা আজ

নতুন বার্তা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের নতুন বার্তা

পুশইন

আরও ১৪ জনকে পুশইন করল বিএসএফ

তারেক রহমান আজ ওসমান হাদির কবর জিয়ারতে যাবেন

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই উপজেলায়

বিচার দাবি

শহীদ ওসমান হাদির বিচার দাবিতে সকালেও শাহবাগে অবস্থান

যা লিখলেন

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখলেন তারেক রহমান

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.