জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের কারো নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে ১০ জন বয়স্ক এবং ৩ জন শিশু বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার কর্মরত কর্মকর্তা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন ট্রাকটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিলো। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
ট্রাকটিতে রড ছিলো তার উপর ঢাকনা দিয়ে ঢাকা ছিলো। তাই খাদে পড়ায় মানুষগুলো কেউ আর বেরোতে পারিনি। মরদেহগুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় পাঠানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


