Views: 85

খুলনা বিভাগীয় সংবাদ

ট্রাক নিয়ে গরু চুরি করতো তারা


জুমবাংলা ডেস্ক : চোরাই গরু ট্রাকে নিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ আন্তজেলা গরুচোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করেছে। এ সময় ৩টি চোরাই গরুসহ ১টি ট্রাক জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পুলিশ মুন্সিগঞ্জ রেলগেট আটকে কৌশলে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের নজরুল ইসলা‌মের ছে‌লে ফারুক(৪০) হোসেন, নাগদা গ্রামের ওসমান বিশ্বা‌সের ছে‌লে বিল্পব হোসেন (২৯) কাবিলনগর গ্রামের মৃত জ‌লিল মন্ড‌লের ছে‌লে জকিম উদ্দিন(৫০), দামুড়হুদা উপজেলা দামুড়হুদা গ্রা‌মের আব্দুল কুদ্দু‌সের ছে‌লে শাহিন আলি (৩৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামের মস‌লেম আলীর ছে‌লে আলিম হোসেন (২৭) ও মোমিনপুর গ্রামের মুকুল আলীর ছে‌লে সোহাগ আলি (২৩)।


জানা যায়, আটক আন্তজেলা গরুচোর সিন্ডিকেটের সদস্যরা কুষ্টিয়া বটতলা এলাকা থেকে ট্রাকযোগে গরু চুরি করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আ‌মিনুল হক, এসআই কামরুল ইসলাম, এসআই সুফল কুমার বিশ্বাস, এএসআই কামরুজ্জামান, এএসআই খা‌লিদ সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ রেলগেট এলাকায় বুধবার ভোরে অবস্থান নেয়। পুলিশ একটি ট্রাককে দাঁড়াতে সিগনাল দিলে গরু চোরচক্র ট্রাক নি‌য়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় রেলগেটের গেট ফেলে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাক থেকে তিনটি চোরাই গরু উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়। আটক করা হয় ৬ গরু চোরকে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর বলেন, আন্তজেলা চোরচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলা থেকে ট্রাকযোগে গরু চুরি করে আস‌ছিল। এ চোরচ‌ক্রের অন্য সদস্য‌দের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক গরুগুলো কুষ্টিয়া থেকে চুরি করে নি‌য়ে যা‌চ্ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

Saiful Islam

বগুড়ায় ১২ লাখ টাকার নকল সিগারেট জব্দ

Saiful Islam

শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

Shamim Reza

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণধোলাই

Shamim Reza

হেফাজতের চার শীর্ষ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেফতার আরও ৭

Shamim Reza

সিনেমা হলে সিগারেট কারখানা

Shamim Reza