জুমবাংলা ডেস্ক : গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের এক সদস্যকে লক্ষ্য করে প্রচণ্ড রাগান্বিত হয়ে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে ওই বিদেশি বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস … মানি (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)।’ এই বলে তিনি টাকা ছুড়ে মারছেন।

জানা গেছে, গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায়। ওই সময়ই এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই বিদেশি চীনের নাগরিক। তিনি একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। ওই গাড়ি তাঁর অফিসের।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ গতকাল রাতে গণমাধ্যমকে বলেন, দায়িত্বরত পুলিশ রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করার সময় একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তাঁর মনে হয়েছে, হয়তো চেক করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখেছি, তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না, তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে কি না। তবে এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।
ওই বিদেশি বিরক্ত হয়ে যে কাজ করেছেন, তাতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে জানিয়ে সাহেদ আল মাসুদ বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কোনো দোষ পাওয়া যায়নি। এরপরও ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel