ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে একান্ত বৈঠকে এই মেডেল তুলে দেন তিনি। তবে ট্রাম্প তা গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি মাচাদো।
বৈঠকের পর সাংবাদিকদের মাচাদো বলেন, ‘আজ ভেনেজুয়েলার মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন।’ এটি ছিল ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে তিনি সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।’ পরে ইংরেজিতে সাংবাদিকদের জানান, ট্রাম্পকে দেওয়া মেডেলটি ছিল ‘আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি’।
জামায়াতসহ ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, কোন আসনে কোন দলের প্রার্থী
তবে নোবেল কমিটি আগেই স্পষ্ট করেছে, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। এক বিবৃতিতে কমিটি জানায়, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা হলে তা প্রত্যাহার, ভাগ বা অন্য কাউকে দেওয়া যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত।’ নোবেল শান্তি কেন্দ্রও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘মেডেলের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেলজয়ীর পরিচয় বদলায় না।’
উল্লেখ্য, নিকোলাস মাদুরোকে জানুয়ারির শুরুতে কারাকাসে আটক করার পরও ট্রাম্প এখনো মাচাদোকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিক সমর্থন দেননি। বরং তিনি অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে ডেলসি রদ্রিগেজের সঙ্গেই কাজ করছেন।
ওয়াশিংটন সফরে মাচাদো কংগ্রেসের কয়েকজন সিনেটরের সঙ্গেও সাক্ষাৎ করেন। এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার তেল খাত নিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং প্রথম দফায় ৫০ কোটি ডলারের তেল বিক্রি সম্পন্ন করেছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, মাচাদো ‘ভেনেজুয়েলার মানুষের জন্য এক সাহসী ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর’ এবং ট্রাম্প তার সঙ্গে ইতিবাচক আলোচনা করতে আগ্রহী ছিলেন।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


