ট্রাম্পকে ‘ভোম্বল’ বললেন তসলিমা নাসরিন

জুমবাংলা ডেস্ক : মার্কিন মুলুকে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। পরাশক্তির এই দেশটির নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। যে দেশটি সারা বিশ্বে ছড়ি ঘুরিয়ে চলে; তাদের নির্বাচন নিয়ে আগ্রহ তো থাকবেই। সবাই মুখিয়ে আছে নির্বাচনের ফলাফল নিয়ে। কে হবেন হবে দেশটির প্রেসিডেন্ট?

এ নিয়ে সামাজিকমাধ্যমসহ সর্বত্র চলছে জোর আলোচনা-সমালোচনা। ব্যক্ত করছেন তাদের নিজস্ব মতামত। বির্তকিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তসলিমা লিখেছেন, ‘বাইডেন না জিতলে মুশকিল। ভোম্বলটা আরও সব্বনাশ করবে।’

তসলিমা যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ভোম্বল’ (মোটা) বলে সম্বোধন করেছেন তা বলে দিতে হয় না। এর আগেও বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের প্রতিবাদ করেছেন। যে কারণে হয়তো তিনি মনেপ্রাণে বাইডেনের জয় চান।

উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় ভোর পাঁচটার (বাংলাদেশ সময় বিকাল ৪টা) থেকে মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এরই মধ্যে প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের ক্ষেত্রে একটা রেকর্ড। ইতোমধ্যেই আমেরিকায় পরিচালিত এক জরিপে জো বাইডেন বেশ এগিয়ে আছেন। কিন্তু যেসব রাজ্যের ভোটের ফলাফলে নির্বাচনের ফলাফল নির্ভর করতে পারে, সেসব রাজ্যে উভয়ের অবস্থান বেশ কাছাকাছি।