আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইরানের এক আইনপ্রণেতা। পার্লামেন্টে আহমেদ হামজাহ নামের ওই আইনপ্রণেতা এই ঘোষণা দিয়েছেন বলে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার জানিয়েছে।
Advertisement
আহমেদ হামজাহ বলেছেন, ‘কেরমান প্রদেশের জনগণের পক্ষে আমি বলছি, যে কেউ ট্রাম্পকে হত্যা করতে পারবে তাকে আমরা ৩০ লাখ ডলার পুরস্কার দেব’।
ইরানের শাসকদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে ব্যাপারে এই আইনপ্রণেতা কোনো কিছু জানান নি।
৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় নিহত ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন এই কেরমানেরই বাসিন্দা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।