
আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ অনুযায়ী কোনো অবস্থাতেই জীবাণুনাশক খাওয়া কিংবা ইনজেকশনের মাধ্যমে শরীরে দেয়া যাবে না বলে সতর্ক করেছে ডেটল প্রস্ততকারক প্রতিষ্ঠান রেকিট অ্যান্ড বেনকিজার।
ট্রাম্প তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বলেন, কভিড-১৯ রোগ সারাতে জীবাণুনাশক ব্যবহার করা যায় কি না, সেটি নিয়ে ভাবছেন গবেষকেরা।
এরপর ট্রাম্প বলেন, ‘ইনজেকশন দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করা গেলে সেটি দারুণ ব্যাপার হবে।’
ট্রাম্পের এই বক্তব্য ভাইরাল হলে সবাইকে সতর্ক করেছে রেকিট অ্যান্ড বেনকিজার।
কোম্পানিটি বিবৃতিতে বলেছে, ‘আমাদের পণ্য ব্যবহারের নিয়ম বোতলের সঙ্গেই দেয়া থাকে। দয়া করে সেসব ভালো করে পড়বেন। এটি শরীরে কোনো অবস্থায়ই ব্যবহার করা যাবে না।’
ড. ভিন গুপ্তা নামের একজন বিজ্ঞানী ট্রাম্পের বুদ্ধিকে বিপজ্জনক বলেছেন, ‘জীবাণুনাশকের ইনজেকশন শরীরে দেয়ার পরামর্শ একদম দায়িত্বজ্ঞানহীন। বিপজ্জনক।’
ট্রাম্প এদিন সূর্যালোক নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ‘ধরুন, অতিবেগুনি রশ্মি বা অত্যন্ত শক্তিশালী কোনো আলো আমাদের শরীরে পড়ল। তাতেও করোনা মরতে পারে। তখন অবশ্য আপনারা বলবেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। সেই আলো যদি ইনজেকশনের মাধ্যমে চামড়া ফুঁড়ে বা অন্য কোনোভাবে আমাদের শরীরে ঢোকে, তা হলেও এই কাজটা সম্ভব হবে!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



