Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ট্রাম্পের সম্ভাবনা আরও কমছে
আন্তর্জাতিক

ট্রাম্পের সম্ভাবনা আরও কমছে

Shamim RezaNovember 21, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে পরাজয় ঠেকাতে মিশিগান অঙ্গরাজ্যের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফল পরিবর্তনের যে চেষ্টা চালিয়েছেন তাতেও কাজ হচ্ছে না। সিনেটররা ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন নির্বাচনে স্বাভাবিক প্রক্রিয়া অবলম্বন করবেন তারা। ফলে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের প্রত্যাশিত জয়কে আটকাতে পারছেন না ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মিশিগান অঙ্গরাজ্যে আইনসভার নেতা ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা রিপাবলিকান মাইক শিরকি এবং হাউস স্পিকার লি চ্যাটফিল্ড ট্রাম্পের অনুরোধে শুক্রবার হোয়াইট হাউসে গিয়েছিলেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে গেলেও শিরকি এবং চ্যাটফিল্ড নির্বাচনী প্রক্রিয়া মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ফলে নির্বাচনে ফল পরিবর্তনের চেষ্টায় বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যৌথ বিবৃতিতে ওই দুই রিপাবলিকান বলেন, ‘মিশিগান অঙ্গরাজ্যে ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। মিশিগান অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজের বিষয়ে আমরা স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করব। এ প্রক্রিয়ায় কোনো ভয় বা হুমকির কোনো কারণ নেই।’

এর আগে গতকাল শুক্রবার জর্জিয়ার ভোট গণনায় আরেকটি ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অঙ্গরাজ্যটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যান জো বাইডেন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল কলেজের ভোটে জয়ী হয়েছেন জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে বসবেন তিনি। এদিকে নির্বাচনে হারের পর ভোট কারচুপিসহ নানা অভিযোগ তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আইনি লড়াই করে রীতিমতো হেরেছেনও তিনি। তারপরও সম্প্রতি মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিকানদের হোয়াইট হাউসে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প।

গত ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকে জনসম্মুখে খুব কম দেখা গেছে ট্রাম্পকে। নির্বাচনে বিজয়ী না হলেও একাধিকবার নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। গতকাল শুক্রবারও মাদকের মূল্য নির্ধারণের বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, তিনি জিতে গেছেন।

মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নির্বাচনের ফল বাতিলে আইনি লড়াইয়ে হেরেও গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকান আইনপ্রণেতাদের প্রভাবিত করার চেষ্টা করেছে ট্রাম্প টিম। সিবিএস নিউজকে নির্বাচনী প্রচারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পেনসিলভেনিয়া এবং বাইডেন বিজয়ী এমন অঙ্গরাজ্যগুলো থেকেও আইনপ্রণেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথা জানান ট্রাম্প। তবে এ সপ্তাহে তার কর্মসূচিতে কোনো মিটিংয়ের উল্লেখ নেই।

মিশিগান ও পেনসিলিভেনিয়ায় ট্রাম্প টিম ফল পরিবর্তন করতে পারবেন এমন সম্ভাবনাও তেমন নেই। যদি তা পারেনও তবুও আরও কয়েকটি অঙ্গরাজ্যে ফল পরিবর্তন করে জো বাইডেনকে টপকাতে হবে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ চেষ্টাকে অনৈতিক দাবি করেছেন। তারা বলেছেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনকে এভাবে বাধাগ্রস্ত করার কোনো মানে হয় না। ট্রাম্প যদি এ নির্বাচনের ফল পাল্টানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় তবে তা আমেরিকানদের মনে দাগ কাটবে। যা মার্কিন গণতন্ত্রের জন্য জঘন্যতম হুমকি হিসেবে কাজ করবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
বিজয় দিবস

বিজয় দিবস নিয়ে বিবৃতিতে যা বলল ভারতীয় সেনাবাহিনী

December 16, 2025
মোদি

বাংলাদেশের নাম নিলেন না মোদি, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

December 16, 2025
মানহানির মামলা

বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের

December 16, 2025
Latest News
বিজয় দিবস

বিজয় দিবস নিয়ে বিবৃতিতে যা বলল ভারতীয় সেনাবাহিনী

মোদি

বাংলাদেশের নাম নিলেন না মোদি, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

মানহানির মামলা

বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের

অং সান সু চি

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

নোবেল মাচাদো

নোবেল নিতে যাওয়ার পথে যেভাবে আহত হলেন মাচাদো

Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

সৌদি আরব

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

মুকেশ আম্বানি

নীতা আম্বানি এই লোকের সঙ্গে মুকেশ আম্বানির চেয়েও কেন বেশি সময় কাটান

হজ ও ওমরাহযাত্রীর শিশু

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

যাযাবর উপজাতি

বিয়ের জন্য যুবতীরা যেখানে বাছাই করেন পুরুষ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.