বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ট্রাম্পের সোস্যাল মিডিয়া অ্যাপ আসছে ফেব্রুয়ারিতেই। অ্যাপলের অ্যাপ স্টোরে আসছে বিতর্কিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোস্যাল মিডিয়া অ্যাপ ট্রুথ সোস্যাল। সম্প্রতি অ্যাপলের অ্যাপ স্টোরে তালিকাভুক্ত হয়েছে ট্রুথ সোস্যাল। অ্যাপ স্টোরে দেয়া তথ্যানুযায়ী ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ডাউনলোডের জন্য উন্মুক্ত হবে অ্যাপটি। তবে স্ক্রিনশট দেখে সংশ্লিষ্টদের মত, ট্রুথ সোস্যাল আদতে টুইটারের একটি ক্লোন। খবর রয়টার্স।
২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় উসকানির অভিযোগে সব শীর্ষস্থানীয় সামাজিক মাধ্যম থেকে একযোগে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; নিষিদ্ধ হওয়ার ক্ষোভ থেকেই নিজস্ব সামাজিক মাধ্যম সেবা চালু করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
ট্রুথ সোস্যাল অ্যাপটি বানিয়েছে ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। অ্যাপ স্টোরের স্ক্রিনশট দেখে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, দেখতে টুইটারের মতো ট্রুথ সোস্যাল। স্ক্রিনশটে দেখানো প্রোফাইল পেজ প্রায় হুবহু টুইটারের মতো। ব্যবহারকারীদের পোস্টগুলোকে ট্রুথ বা সত্য হিসেবে আখ্যা দেয়া হয়েছে অ্যাপের বিবরণে।
অ্যাপের নকশায় টুইটারের সঙ্গে এ মিলকে কাকতালীয় হিসেবে দেখছেন না প্রযুক্তি-সংশ্লিষ্টরা। ট্রাম্পের সবচেয়ে পছন্দের সামাজিক মাধ্যম ছিল টুইটার। কিন্তু ৬ জানুয়ারির দাঙ্গার পর প্লাটফর্মটি নিষিদ্ধ করে তাকে।
আইওএস প্লাটফর্মে অ্যাপটি ২১ ফেব্রুয়ারি উন্মুক্ত হলেও ওই একই দিনে অ্যান্ড্রয়েড ও ওয়েব ব্রাউজারের জন্য উন্মুক্ত হবে কিনা, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।