আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ ঘরে জন্ম নেয়া মেলানিয়ার ক্যারিয়ার শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে, তারপর ধনাঢ্য ব্যবসায়ীর স্ত্রী। স্লোভানিয়ায় জন্ম নেয়া ৪৬ বছর বয়সী মেলানিয়া নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করে মডেলিং পেশায় জড়ান।
২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল, নব্বইয়ের দশকে নিউইয়র্কে একটি যৌন সেবাদাতা এস্কর্টে খণ্ডকালীন কর্মী হিসেবে কাজ করার সময় মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়।
স্লোভানিয়ান ম্যাগাজিন সুজির বরাতে মেইল জানায়, মেলানিয়া যেই মডেলিং সংস্থায় কাজ করতেন তা যৌন এস্কর্টসেবাও দিত। ব্রিটিশ সংবাদমাধ্যমটি মেলানিয়ার অনুনোমোদিত জীবনী লেখক স্লোভানিয়ান সাংবাদিক বোজান পোজারের উদ্ধৃত্তি দিয়ে জানায়, মেলানিয়া ১৯৯৫ সালে নিউইয়র্কে নুড ছবির জন্য পোজ দিয়েছিলেন।
ওই বছরই ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়। যদিও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প-মেলানিয়ার প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালে। ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া। স্বামীর চেয়ে ২৪ বছরের ছোট তিনি। তাদের ব্যারন নামে ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে। মেলানিয়ার ইরেজিতে বিদেশী টান আছে।
এছাড়া একাধিক ভাষাও জানেন তিনি। নিজ দেশ স্লোভানিয়ার লিউবলিয়ানা বিশ্ববিদ্যালয়ে ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার নিয়ে পড়াশুনা করা সাবেক এই মডেল রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসেন না।