জুমবাংলা ডেস্ক : ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় রেলওয়ের বুকিং সহকারী এক নারীকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ বিমানবন্দর এলাকা থেকে টিকিট কালোবাজারির অভিযোগে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারী সাথী আক্তারকে (৩৩) আটক করা হয়। সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসা মাত্রই নিজের বুকিং আইডি দিয়ে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেট কেটে নিজের কাছে রেখে দিতেন।
এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকেটগুলো কৌশলে লুকিয়ে স্টেশন ছাড়তেন। পরবর্তীকালে টিকেটগুলো তাঁর চক্রের কালোবাজারিদের কাছে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।
তিনি আরও জানান, দালালদের সরবরাহকৃত অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন। গোপনীয়তা রক্ষায় তাঁরা হোয়াটসঅ্যাপে কথা বলতেন এবং গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
বিস্তারিত আরো তদন্ত করে দেখা হচ্ছে।
‘শ্রেণিভিত্তিক পানির দাম নির্ধারণের জন্য কেবল সমীক্ষা হয়েছে’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।