রেলওয়েতে টিকিটবিহীন যাত্রী ও বিভিন্ন অনিয়ম রোধে কঠোর অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) পশ্চিম ও পূর্ব—এই দুই জোনে একযোগে পরিচালিত টিকিট চেকিং অভিযানে বড় সাফল্য এসেছে। একদিনেই দুই জোন মিলিয়ে টিকিটবিহীন যাত্রী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮ শতাধিক এবং ভাড়া ও জরিমানা বাবদ আদায় হয়েছে ১৪ লাখ টাকারও বেশি।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক তথ্যে বিষয়টি জানানো হয়।
পশ্চিম জোনে পরিচালিত অভিযানে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ আদায় করা হয় ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা। পাশাপাশি জরিমানা হিসেবে আদায় হয় আরও ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। ফলে একদিনে পশ্চিম জোনে মোট আয় দাঁড়ায় ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। এ সময় যাচাই করা হয় ১ হাজার ২৭৮টি টিকিট।
পূর্ব জোনে অভিযান
অন্যদিকে পূর্ব জোনে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ আদায় করা হয় ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা হিসেবে আদায় হয় ১ লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। এতে পূর্ব জোনে একদিনে মোট আয় দাঁড়ায় ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। এদিন যাচাই করা হয় ২ হাজার ৭৩৯টি টিকিট।
চরমপন্থিরা নিরাপদ এলাকায় আসতে পারবে কেন : পররাষ্ট্র উপদেষ্টা
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এ ধরনের টিকিট চেকিং অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



