স্পোর্টস ডেস্ক : চতুর্থ ওভারে ডিপ পয়েন্টে ব্রাইডন কার্সের হাত ফসকে জীবন পেলেন ট্র্যাভিস হেড। তার নামের পাশে তখন ৬ রান। সৌভাগ্যের ছোঁয়ায় পাওয়া জীবনকে কাজে লাগিয়ে রেকর্ড ১৫৪ রানের ইনিংস খেললেন। অস্ট্রেলিয়াকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন তিনি। ট্রেন্ট ব্রিজে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৬ রানের লক্ষ্য মাত্র তিন উইকেট হারিয়ে ৩৬ বল হাতে রেখে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজিরা।
বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে হয়েছে দুই ওপেনারের লড়াই। দুজনেই আগ্রাসী বাঁহাতি ব্যাটার। বেন ডাকেটের ইনিংস অল্পের জন্য সেঞ্চুরির মুখ দেখেনি। ৯১ বলে করেন ৯৫ রান। আর হেড ছিলেন দুর্দান্ত। ১২৯ বলে ১৫৪ রানে অপরাজিত থেকে অজিদের জেতান সাত উইকেটে। ইংল্যান্ডে অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে সর্বোচ্চ ওয়ানডে রানে শেষ করেছেন হেড, যা তার ক্যারিয়ার সেরাও। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নারী ওয়ানডে দলের মেগ ল্যানিংয়ের ১৫২ রান ছিল সর্বোচ্চ।
৬৬ ওয়ানডেতে হেড ষষ্ঠ ও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করেন। ২০ চার ও ৫ ছয়ে সাজানো ছিল তার বীরত্বপূর্ণ ইনিংস। ১২৯ রানে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ধাক্কা খেলেও মার্নাস লাবুশেন পথ হারাতে দেননি। দুজনে ১০৭ বলে অপরাজিত ১৪৮ রানের জুটিতে ৪৪ ওভার শেষে দলকে জয়ের বন্দরে নেন। ৬১ বলে ৭৭ রানের হার না মানা ইনিংস খেলেন লাবুশেন।
লক্ষ্যে নেমে দলীয় ২০ রানে মিচেল মার্শ (১০) ফিরে গেলে হেডকে নিয়ে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন ৭৬ ও ৭৩ রানের জুটি গড়েন। দুজনেই সমান ৩২ রান করেছিলেন। ৪৪ ওভারে ৩ উইকেটে ৩১৭ রান করে অস্ট্রেলিয়া।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে ডাকেটের আক্রমণাত্মক ইনিংসে ইংল্যান্ড সাড়ে তিনশ পার করার আভাস দিয়েছিল। তার সঙ্গে উইল জ্যাকসের ১০০ বলে ১২০ রানের জুটি অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল। কিন্তু শেষ ১৫ ওভারে অস্ট্রেলিয়ান স্পিনাররা স্বাগতিকদের রানের লাগাম টেনে ধরেন। ৩৫তম ওভারে ২৩২ রানে চার উইকেট হারানোর পর বিপদের শুরু। হেড ও লাবুশেনে বল হাতেও দারুণ অবদান রাখেন। তাদের সঙ্গে আরেক স্পিনার অ্যাডাম জাম্পা বিপজ্জনক হয়ে ওঠেন। তিনজনে মিলে ৮ উইকেট তুলে নেন ইংলিশদের। তিনটি করে পান লাবুশেন ও জাম্পা। হেড পান দুই উইকেট, তারপর ব্যাটিংয়ে অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
ইংল্যান্ডের পক্ষে ডাকেটের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন জ্যাকস। এছাড়া ৩৯ ও ৩৫ রান করে অবদান রাখেন অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।